Home » ৮ টি ওয়ার্ডপ্রেস এরর নিয়ে আলোচনা!
৮ টি ওয়ার্ডপ্রেস এরর

৮ টি ওয়ার্ডপ্রেস এরর নিয়ে আলোচনা!

আমরা যারা ওয়ার্ডপ্রেস এ কাজ করি তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় যা আমাদের দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় সল্ভ করতেও অনেক কষ্ট হয় । এই পোস্টে আমরা এমন ৮ টি ওয়ার্ডপ্রেস এরর নিয়ে আলোচনা করব যা আমদের সাথে ঘটে থাকে।

৮ টি ওয়ার্ডপ্রেস এরর

১. Internal server error (ইন্টারনাল সার্ভার এরর)

৮ টি ওয়ার্ডপ্রেস এরর
ইন্টারনাল সার্ভার ইরর এর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখা যায় তা হলো “500 Internal Server Error”.

 

এই সমস্যাটি তখনই দেখা যায় যখন কোনো সমস্যা থাকে, কিন্তু সার্ভার সেটাকে সনাক্ত করতে পারে না যে কী সমস্যা হয়েছে।

২. Syntax Error in WordPress ( সিনট্যাক্স এরর ইন ওয়ার্ডপ্রেস)

৮ টি ওয়ার্ডপ্রেস এরর
সিনট্যাক্স এরর ইন ওয়ার্ডপ্রেস

এই সমস্যাটি হয় যদি থিমের কোডে কোনো আনএক্সপেক্টেড কিছু থাকে বা ত্রুটি থাকে ।

৩. Error Establishing a Database Connection in WordPress

৮ টি ওয়ার্ডপ্রেস এরর

যদি কোনো কারণে ডাটাবেজের সাথে ওয়ার্ডপ্রেসের যোগাযোগ রক্ষা না হয় সে ক্ষেত্রে এই এররটি দেখা যায়।

৪.WordPress White Screen of Death (ওয়ার্ডপ্রেস হোয়াইট স্ক্রিন ডেথ)

৮ টি ওয়ার্ডপ্রেস এরর
ওয়ার্ডপ্রেস হোয়াইট স্ক্রিন ডেথ

এই সমস্যাটি যে কারোর ক্ষেত্রে হঠাৎ-ই দেখা দিতে পারে। এটা মূলত পিএইচপি মেমোরি লিমিটের কারণে হয়ে থাকে।

৫. 404 Error

এটা মূলত তখন ঘটে যখন ওয়েবসাইট সার্ভার এ থাকে কিন্তু নির্দিষ্ট পেজ বা পোস্ট সেই ঠিকানা বা লিংক অনুযায়ী পাওয়া যায় না। এটা বেশিরভাগ ক্ষেত্রে পার্মালিংক এর চেঞ্জ হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে।

৬. Upload Issue in WordPress

অনেক সময় দেখা যায় ইমেজ আপলোড দেয়ার পর সেইটা দেখা যায় না। উপরে ছবির মতো লাগে দেখতে। এটা ওয়ার্ডপ্রেস এর ডিরেকটরির কারণেও হতে পারে আবার ব্রোকেন ফাইল এর কারণেও হতে পারে।

৭. Fatal Error: Maximum Execution Time Exceeded in WordPress

ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি দিয়ে করা। স্ক্রিপ্ট রান করার একটা লিমিট এখানে আছে। এটাই অনেক সময় এরর এর কারণ হয়।

৮. 502 Bad Gateway Error in WordPress

এটা অনেক কারণে হতে পারে। কোনো থিম বা প্লাগিনের কারণেও হতে পারে আবার এক সাথে অনেক ট্রাফিক ঢুকলেও এই সমস্যা দেখা দিতে পারে।

 

আরও পড়ুন: ওয়েবসাইটের ডোমেইন ও হোস্টিং কী? এগুলো কেন দরকার?


পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “৮ টি ওয়ার্ডপ্রেস এরর নিয়ে আলোচনা!”

  1. Pingback: ব্যাটলফিল্ড 2042 বেটা ভার্সন: কেমন হলো গেমটি? | গেম রিভিউ | BigganNews

Comments are closed.