মাইকেল ফ্যারাডে : জেনারেটর আবিষ্কারক!
আমরা সাধারণত বিজ্ঞানী শব্দটা শুনলেই চোখের সামনে ভাসে আইনস্টাইন এর মুখ। তাই মাইকেল ফ্যারাডে কতটা সম্মানীয় এটা বোঝাতে আইনস্টানের ঘরেই যেতে হবে। আলবার্ট আইনস্টাইন তার পড়ার ঘরের দেয়ালে কেবল তিনজনের ছবি ঝুলিয়ে রেখেছিলেন– আইজ্যাক নিউটন, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আর তৃতীয় জন ছিলেন মাইকেল ফ্যারাডে। মহান বিজ্ঞানী রাদারফোর্ড ফ্যারাডেকে নিয়ে বলেছিলেন, “তার আবিষ্কারগুলোর মাত্রা আর ব্যাপকতা, …