Home » বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা [দ্বিতীয় পর্ব]
বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা [ দ্বিতীয় পর্ব ]

বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা [দ্বিতীয় পর্ব]

কুইজ প্রতিযোগিতা [ দ্বিতীয় পর্ব ]

বিজ্ঞান নিউজ কুইজ প্রতিযোগিতা প্রথম পর্ব সফলভাবে আয়োজন করার পর আমরা এবার কুইজ প্রতিযোগিতা দ্বিতীয় পর্ব আয়োজন করতে যাচ্ছি। প্রথম পর্বে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাইকে বিজ্ঞান নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করছি, এবারের পর্বসহ আগত সকল পর্বেই আপনারা অংশগ্রহণ করে বিজ্ঞান নিউজের সাথে থাকবেন। কুইজ প্রতিযোগিতা প্রথম পর্বে বিজয়ী হয়েছেন:

[প্রথম পর্বের লিংক]

[প্রথম পর্বের ফলাফল বিষয়ক পোস্টের লিংক]

কুইজ প্রতিযোগিতার নিয়ম ও এই পর্বের [দ্বিতীয়] প্রশ্ন নিচে দেওয়া হলো।

কুইজ প্রতিযোগিতার নিয়ম: 

১। প্রতি পর্বের কুইজে বিজ্ঞান বিষয়ক ৫টি করে প্রশ্ন থাকবে। এর মধ্যে ৪টি প্রশ্ন হবে আমাদের সাইটে প্রকাশিত পোস্ট থেকে। অর্থাৎ আপনি আমাদের বিজ্ঞান নিউজের নিয়মিত পাঠক হলে, আমাদের সব পোস্ট পড়ে থাকলে ওই ৪টি প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যাবেন। আর বাকি প্রশ্নটি হবে বিজ্ঞান নিউজে অপ্রকাশিত কোনো টপিক থেকে। তবে অবশ্যই বিজ্ঞান বিষয়ক। 

২। কুইজে অংশগ্রহণ করার জন্য, প্রথমে আপনাকে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে হবে, এরপর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে। তারপর আমাদের পেজের কুইজ বিষয়ক এই পোস্টটার কমেন্টে আপনার ৫জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে।

[এগুলো আবশ্যিক করণীয়। সবকিছু ম্যানুয়ালি চেক করা হবে!] 

৩। ওপরের কাজগুলো করার পর কুইজের উত্তর করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে।  প্রশ্নের নাম্বার সঠিকভাবে লিখে সিরিয়াল অনুযায়ী উত্তর করবেন। ১ নং প্রশ্নের উত্তর ৩ নং এ, এভাবে উত্তর করবেন না। প্রয়োজনে প্রশ্নসহ কপি করে, উত্তর করবেন এভাবে: 

  • মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কে? উত্তর: আইজ্যাক নিউটন।
  • আপেক্ষিকতা তত্ত্বের জনক কে? উত্তর: আলবার্ট আইনস্টাইন। 

৪। এই পর্বে উত্তর করার শেষ সময়: ৩০/০৯/২০১৯ (রাত ১১:৫৯) পর্যন্ত। 

৫। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২ জনকে বিজয়ী করা হবে। বিজয়ীদের জন্য আমাদের বিজ্ঞান নিউজের পক্ষ থেকে উপহার হিসেবে থাকবে: বই / টি শার্ট / মোবাইল রিচার্জ। উপহারের চেয়ে আদতে অংশগ্রহণ ও বিজ্ঞান চর্চাটাই মুখ্য! 

কুইজ প্রতিযোগিতা [ দ্বিতীয় পর্ব ] : প্রশ্নসমূহ 

১। নেক্রোফিলিয়া কী?

২। মহান গণিতজ্ঞ হাইপেশিয়া কীভাবে মারা যান? 

৩। অ্যালিজা কার্সন কে? 

৪। ওয়েবসাইট পাব্লিশার কিংবা ব্লগার হিসেবে গুগল কোম্পানি থেকে আয়ের মাধ্যম কী?

৫। পৃথিবীর ফুসফুস বলা হয় কোনটিকে? 

 

Advertisement: Blog Making Package: Get A Full Ready Made Website For You From Us! Contact Now!

পড়ুন: নিজের ওয়েবসাইট থেকে কীভাবে বড় অঙ্কের টাকা আয় করবেন?

 

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন: