দীর্ঘদিন, প্রায় সাড়ে তিন বছর পর— আমরা ‘বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা’ পুনরায় চালু করতে পেরে আনন্দিত। সর্বশেষ ২০১৯ সালে আমরা ‘বিজ্ঞান নিউজ কুইজ প্রতিযোগিতা দ্বিতীয় পর্ব‘ আয়োজন করেছিলাম। এবার আসন্ন ইদকে সামনে রেখে আমরা ছোটো পরিসরে ‘বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা তৃতীয় পর্ব’ আয়োজন করছি। আশা করছি, বিজ্ঞান নিউজের পুরোনো-নতুন সকল শুভাকাঙ্খীরা বরাবরের ন্যায় এবারও এই আয়োজনের পাশে থাকবেন! এবারের আয়োজনে আমাদের পৃষ্ঠপোষকতায় রয়েছে ভূমিপ্রকাশ। ভূমিপ্রকাশ-কে ধন্যবাদ বিজ্ঞান নিউজের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।
যাই হোক, এই পর্বে আমরা নতুনত্ব আনার জন্য বেশ কিছু পরিবর্তন এনেছি। ফলে, আগের পর্বের সাথে বর্তমান পর্বের বেশকিছু বৈসাদৃশ্য দেখতে পাবেন। সকলের সুবিধার্থে আমরা এই পর্বের নিয়মগুলো বিস্তারিত ব্যাখ্যা করছি।
বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা তৃতীয় পর্বের নিয়মাবলী
১। এই পর্বে আমরা আগের মতো ফেসবুকে ম্যানুয়াল উত্তর নেওয়ার বদলে গুগল ফর্মে এমসিকিউ পদ্ধতিতে উত্তর নেবো। পুরো কুইজ গুগল ফর্মের মাধ্যমে পরিচালনা করা হবে। আপনাদেরকে নিচে দেওয়া গুগল ফর্মের ওপরের অংশে আপনারদের পার্সোনাল ইনফো দিতে হবে। এরপর কুইজ পার্টে সঠিক উত্তরের অপশন সিলেক্ট করার মাধ্যমে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে কুইজে অংশগ্রহণ করতে হবে। সকল প্রশ্নের উত্তর করার পর, সাবমিট / জমা বাটনে ক্লিক দিয়ে উত্তরপত্র জমা দিতে হবে।
২। কুইজে অংশগ্রহণকারীকে অবশ্যই ফেসবুকে বিজ্ঞান নিউজ পেজের ফলোয়ার হতে হবে। অর্থাৎ আপনার আমাদের ফেসবুক পেজে লাইক / ফলো দেওয়া থাকতে হবে। অন্যথায় আপনার উত্তরপত্র কাউন্ট করা হবে না। আমাদের ফেসবুক পেজের লিংক: BigganNews.com [fb.com/biggannews]
৩। এই পর্বে ৫টি প্রশ্নের বদলে থাকছে ১০টি প্রশ্ন। এর মধ্যে ৬টি প্রশ্ন বিজ্ঞান নিউজে প্রকাশিত আর্টিকেল থেকে, অর্থাৎ এগুলোর উত্তর আপনি মনোযোগ দিয়ে বিজ্ঞান নিউজের আর্টিকেলগুলো পড়লেই পেয়ে যাবেন। আর বাকি ৪টি প্রশ্ন বিজ্ঞান নিউজে অপ্রকাশিত টপিক থেকে, তবে অবশ্যই বিজ্ঞান বিষয়ক।
৪। এই পর্বে অংশগ্রহণ করার সময়: ১৬/০৪/২০২৩ থেকে ১০/০৫/২০২৩ (রাত ১১:৫৯) পর্যন্ত।
৫। কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে মার্কসের ভিত্তিতে সর্বোচ্চ মার্কস পাওয়া ২ জনকে বিজয়ী করা হবে। একাধিকজন সমান মার্কস পেলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে দৈবচয়ন ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য উপহার হিসেবে থাকবে: বই (ভূমিপ্রকাশের পক্ষে থেকে) এবং মোবাইল রিচার্জ / প্রাইজবন্ড ও সার্টিফিকেট (বিজ্ঞান নিউজের পক্ষ থেকে)। উপহারের চেয়ে আদতে অংশগ্রহণ ও বিজ্ঞান চর্চাটাই মুখ্য! আশা করি, আপনারা বিজ্ঞান নিউজের সাথে থাকলে আমরা আরও বড়ো পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হব একদিন।
বিজ্ঞান নিউজ কুইজ ফর্ম
বিজ্ঞান নিউজের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিশ্বকে জানুন নতুন চোখে…!