Home » কুইজ প্রতিযোগিতার ফলাফল [তৃতীয় পর্ব]!
কুইজ প্রতিযোগিতার ফলাফল [তৃতীয় পর্ব]!

কুইজ প্রতিযোগিতার ফলাফল [তৃতীয় পর্ব]!

প্রিয় পাঠক, আপনারা অনেকে জানেন যে— বিজ্ঞান নিউজের পক্ষ থেকে গত ১৬/০৪/২০২৩ থেকে ১০/০৫/২০২৩ (রাত ১১:৫৯) পর্যন্ত, “বিজ্ঞান নিউজ: কুইজ প্রতিযোগিতা [তৃতীয় পর্ব]” আয়োজন করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন, সকলকেই ধন্যবাদ, আপনাদের সকলের প্রতিই বিজ্ঞান নিউজ একান্ত কৃতজ্ঞতা প্রকাশ করছে। সেই সাথে প্রতিযোগিতার ফলাফল প্রকাশে দেরি হওয়ায়, আমরা আপনাদের কাছে আন্তরিক ক্ষমাও প্রার্থনা করছি। যাই হোক, এবার সকলের অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা এই পোস্টে, বিজ্ঞান নিউজ কুইজ প্রতিযোগিতার ফলাফল [তৃতীয় পর্ব] প্রকাশ করছি। ফলাফল জানার আগে আমরা এবারের পর্বের প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে নেবো। চলুন শুরু করা যাক।

কুইজের প্রশ্ন ও উত্তর  

১। প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন কে?

  • নিকোলা টেসলা
  • স্টিফেন হকিং
  • ড. মার্টিন কুপার [উত্তর]
  • আলেকজান্ডার গ্রাহামবেল

২। মেয়েদের মাসিক চক্রে ডিম্বাণু কতদিন পর্যন্ত জরায়ুতে অবস্থান করে?

  • ৩-৪ দিন [উত্তর]
  • ৭-১০ দিন
  • ১০-১২ দিন
  • কোনোটিই নয়

৩। অ্যালিসা কার্সন কি প্রথম মানুষ হিসেবে মঙ্গলগ্রহে যাবেন?

  • হ্যাঁ
  • না
  • যেতেও পারেন, নাও যেতে পারেন। [উত্তর]
  • প্রথম নারী হিসেবে যাবেন।

৪। কোনটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সিএমএস [CMS]?

  • Blogger
  • WordPress [উত্তর]
  • Medium
  • Tumblr

৫। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

  • সুন্দরবন
  • সেন্টমার্টিন
  • মালদ্বীপ
  • বাংলাদেশ [উত্তর]

৬। কোনটি একটি পূর্ণাঙ্গ ডোমেইন?

৭। গণিতের প্রথম মহীরুহ নারী ‘হাইপেশিয়া’র মৃত্যু হয় কত সালে?

  • ৪১৫ সালে [উত্তর]
  • ৩১৫ সালে
  • ৪৫১ সালে
  • ৩৫১ সালে

৮। কোনটি জিন ইডিটিং প্রযুক্তি?

  • Recombinant DNA Technology
  • Gene Therapy
  • CRISPR/Cas9 [উত্তর]
  • Genome Editor

৯। নিচের কোন বিজ্ঞানী দুইবার নোবেল পুরস্কার বিজয়ের সম্মান অর্জন করেছেন?

  • ফান্ট হফ
  • মাদাম ক্যুরি [উত্তর]
  • আইজ্যাক নিউটন
  • সোয়ান্তে প্যাবো

১০। পৃথিবীর জন্মেরও আগের [১৩০০+ কোটি বছর আগের] ছবি তোলা টেলিস্কোপের নাম কী?

  • Hubble Space Telescope
  • Spitzer Space Telescope
  • Fermi Gamma-ray Space Telescope
  • James Webb Space Telescope [উত্তর]

**********

প্রিয় পাঠক, এই ছিল এবারের পর্বের প্রশ্ন ও উত্তরসমূহ। ফলাফল তৈরির ক্ষেত্রে আমরা প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ২ মার্কস করে ধরে, মোট ২০ মার্কস হিসেবে ফলাফল তৈরি করেছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, তারা উত্তরগুলো মিলিয়ে দেখতে পারেন কয়টা সঠিক উত্তর দিতে পেরেছেন কিংবা কত মার্কস পেয়েছেন! এছাড়াও কেউ নিজেদের প্রাপ্ত মার্কস আমাদের কাছ থেকে জানতে চাইলে, বিজ্ঞান নিউজের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। মেসেজে আমরা আপনার মার্কস জানিয়ে দেবো। [প্রাইভেসির কারণে সকলের মার্কস লিস্ট পোস্টে প্রকাশ করা হয়নি।]

কুইজ প্রতিযোগিতার ফলাফল

বিজ্ঞান নিউজ কুইজ প্রতিযোগিতা [তৃতীয় পর্ব]-এ অনেকে অংশগ্রহণ করেছেন; তবে প্রতিযোগিতার নীতিমালা না মানার কারণে তাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। যাদেরকে মূল প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হয়েছে, তাদের মধ্যে অনেকে আবার সবগুলো [১০টি] প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হননি। প্রতিযোগীদের মধ্যে যারা যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ পূর্ণ ২০ মার্কস অর্জন করেছেন; তাদেরকে আমরা প্রথমে শর্ট লিস্টেড করেছি ফলাফল তৈরির জন্য। সর্বশেষ, চূড়ান্ত ফলাফল তৈরির জন্য আমরা অটোমেটিক সফটওয়্যারের সাহায্যে দৈব চয়ন পদ্ধতিতে অর্থাৎ লটারি করে আমাদের এবারের পর্বের দুজন বিজয়ীকে নির্বাচন করেছি। যারা, পূর্ণ ২০ মার্কস পেয়েও বিজয়ী হতে পারেননি, আপনারা মন খারাপ করবেন না, আপনারাও আসলে বিজয়ী। নিয়ম ও সীমাবদ্ধতার কারণে আপনাদেরকে পুরস্কৃত করতে না পারাটা আমাদেরই ব্যর্থতা! আমাদের বিজ্ঞান নিউজ আরও বড়ো প্ল্যাটফরম হয়ে উঠলে, আমরা আরও বেশি সংখ্যক অংশগ্রহণকারীকে পুরস্কৃত করার উদ্যোগ নিতে পারব, আশা করি! এছাড়াও, যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, তাদেরও মন খারাপ করার কিছু নেই! আপনারা একটা ভালো উদ্যোগ, বিজ্ঞান চর্চার একটা ক্ষুদ্র প্রচেষ্টার সাথে ছিলেন, এটাও অনেক। পরবর্তীতে এধরনের আরও অনেক আয়োজন হবে, বিজ্ঞান নিউজে না হলেও অন্য প্ল্যাটফরমে হবে; আপনার জন্য হয়তো ভবিষ্যতে আরও ভালো, আরও বড়ো কোনো বিজয় অপেক্ষা করছে। আপনারা শুধু জ্ঞান-বিজ্ঞান চর্চাটা চালিয়ে যান।

যাই হোক, এবার আমরা সরাসরি ফলাফলে চলে আসি। আমাদের কুইজ প্রতিযোগিতার এবারের পর্বের বিজয়ীরা হলেন—

১। Nibir Ahmed Golpo

২। Dewan Sadia Sharmin

বিজ্ঞান নিউজ কুইজ প্রতিযোগিতা তৃতীয় পর্বের বিজয়ী হওয়ায় আপনাদের দুজনকে অসংখ্য অভিনন্দন। আপনাদের জন্য থাকছে, আমাদের এবারের পর্বের স্পন্সর ভূমিপ্রকাশ এর পক্ষ থেকে বই ও বিজ্ঞান নিউজ এর পক্ষ থেকে সার্টিফিকেট ও বিশেষ উপহার।

********* 

বিজ্ঞান নিউজের সকল পাঠক-শুভাকাঙ্খীদের আবারও ধন্যবাদ। আপনারা বরাবরের মতো, সব সময় আমাদের পাশে থাকুন। আপনাদের পাশে থাকা বিজ্ঞান নিউজের চলার পথে শক্তি জোগাবে। আর এবারের কুইজ প্রতিযোগিতার মতো, আমাদের আগামী সকল আয়োজনেও আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। ভালো থাকুন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

1 thought on “কুইজ প্রতিযোগিতার ফলাফল [তৃতীয় পর্ব]!”

  1. আগে জানতে পারলে আমিও অংশগ্রহণ করতাম। যাই হোক, বিজয়ীদের অভিনন্দন।

    নেক্সট বার অবশ্যই অংশগ্রহণ করব, ইনশাহআল্লাহ!

মন্তব্য করুন: