প্রিয় পাঠক, ওয়ার্ডপ্রেস শিখি : পর্ব ০১ এ আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনেছিলাম এবং কাজ করার উদ্দেশ্যে ডোমেইন – হোস্টিং কেনার কথা বলেছিলাম। ধরে নিচ্ছি, আপনারা ডোমেইন হোস্টিং কিনে, হোস্টিংয়ের সিপ্যানেলে লগিন করেছেন। এখান থেকে ওয়ার্ডপ্রেস শিখি : পর্ব ০২ শুরু করব। এই পর্বে আমরা কীভাবে হোস্টিং সিপ্যানেলে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে নিজের সাইটে লগিন করবেন সেটা দেখাব। তো, চলুন শুরু করা যাক।
ওয়ার্ডপ্রেস শিখি : পর্ব ০২
ওয়ার্ডপ্রেস ইন্সটল
হোস্টিং সিপ্যানেলে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পদ্ধতি–
ওয়ার্ডপ্রেস দুইভাবে সেটআপ / ইন্সটল দেওয়া যায়:
১. ম্যানুয়াল
২. অটোমেটিক
দুই ভাবেই আপনি একই রকম রেজাল্ট পাবেন, তবে পার্থক্য হলো আপনি যদি ম্যানুয়ালি সেটআপ দিতে চান তবে আপনার সেটআপ দিতে মিনিমাম ত্রিশ মিনিট লাগবেই, আর যদি অটোমেটিক ইন্সটল দিতে চান তাহলে লাগবে মাত্র কয়েক সেকেন্ড। তো আজকে আমরা শিখব হোস্টিং সিপ্যানেলে কীভাবে অটোমেটিক্যালি আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন।
পদ্ধতি
আমরা এই টিউটোরিয়ালে ব্যবহার করেছি একটি প্র্যাকটিস ডোমেইন aliexppresstopten.com। আমাদের ইচ্ছে যে এই ডোমেইন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দেবো। এখন অটোমেটিক সেটআপ দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে। যারা সাধারণত হোস্টিং প্রোভাইড করে তারা এখন এর সাথে ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন APPS INSTALLER ও জুড়ে দ্যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা INSTALLER হচ্ছে SOFTACULOUS. আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে আপনি চেক করে দেখেন, আপনার কন্ট্রোল প্যানেলেও আপনি এই ধরনের INSTALLER পাবেন। INSTALLER এর অনেক অপশন গুলার মধ্যে থেকে WordPress এ ক্লিক করুন।
ক্লিক করা মাত্রই আপনি ওই ইন্সটলার এর হোমপেজে চলে যাবেন। সেখানে আপনাকে ইন্সটল নাউ এর অপশন দেখাবে –
তারপর এমন একটি ইন্টারফেস আসবে। wp লেখাটা কেটে দিয়ে নিজের সাইটের নাম আর শর্ট ডেস্ক্রিপশন দিয়ে দিন।
এখানে একটি অ্যাডমিন ইউজার নেস এবং পাসওয়ার্ড দিয়ে দিন। এরপর থিম সিলেক্ট করে, আরও নিচে ইন্সটল বাটনে ক্লিক করুন। ব্যস, হয়ে গেল আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল। আপনার একটা সাইটও রেডি [যদিও ডিজাইন করা না]। আপনি চাইলে এখন আপনার দেওয়া ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইটে লগিন করতে পারবেন।
সাইট লগিন করার জন্য, ওপরের মার্ক করা লিংকে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
প্রিয় পাঠক, আজকের ওয়ার্ডপ্রেস শিখি : পর্ব ০২ এই পর্যন্ত। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন।
প্রথম পর্ব পড়ুন: ওয়ার্ডপ্রেস শিখি : পর্ব ০১
তৃতীয় পর্ব পড়ুন: ওয়ার্ডপ্রেস শিখি : পর্ব ০৩