মনিটর কেনার সময় আমরা এলসিডি মনিটর কিনতে চাই! কিন্তু কেন চাই তা কি আমরা জানি? মনিটরের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো হালকা-পাতলা গড়নের এলসিডি মনিটর। কিন্তু এলসিডিকে ছাপিয়ে এলইডি মনিটর ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। যার মূলে রয়েছে এলইডি মনিটরের বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য। এলইডি মনিটরে ছবি দেখার সাচ্ছন্দ্যের পাশাপাশি, এর পিকচার কোয়ালিটিও খুবই উন্নত। কিন্তু প্রকৃতপক্ষে এলইডি মনিটর, এলসিডি মনিটরেরই একটি উন্নত রূপ।
এলসিডি আর এলইডি মনিটরের মধ্যে পার্থক্য:
এলসিডি মনিটর:
এলসিডি মনিটরে লাইটিং এর জন্য লাইটিং প্যানেল ব্যবহৃত হয়। দুইটি পাতলা, স্বচ্ছ কাঁচের প্যানেলের মাঝে polaraised Liquid Crystal থাকে, যা ছবি তৈরী করে। এলসিডি মনিটরের পাওয়ার কনসাম্পশন অনেক বেশি। সাধারণত এলসিডি মনিটর ব্যবহারে বিদ্যুৎ বেশি প্রয়োজন হয় আর দীর্ঘক্ষণ ব্যবহার করলে মনিটর গরম হয়ে যায়। এলসিডি মনিটরের স্থায়িত্বকাল এলইডি মনিটর থেকে কম। আর এলসিডি মনিটরে পারদ ব্যবহার করা হয়, ফলে নষ্ট হওয়ার পর মনিটরগুলা ঠিকমতো প্রক্রিয়াকরণ না করলে তা পরিবেশের অনেক ক্ষতি করতে পারে!
এলইডি মনিটর:
এলইডি মনিটরে ব্যবহার করা হয় CCFL [Cold Cathode Fluoroscent Lamps] নামে একপ্রকার ব্যাকলাইটিং ডায়োড [Light Emitting Diode]। এর নামানুসারেই LED মনিটরের এরূপ নামকরণ হয়েছে।
এলইডি মনিটরের পাওয়ার কনসাম্পশন এলসিডির তূলনায় নগণ্যই বলা চলে। এলসিডি অপেক্ষা প্রায় ৪০% কম পাওয়ার খরচ করে এলইডি মনিটর।
অনেকক্ষণ ব্যবহার এর ক্ষেত্রে এলইডি ভালো সার্ভিস দেবে । যেহেতু LED তে LCD এর চেয়ে কম বিদ্যুৎ এর প্রয়োজন হয়, তাই স্বাভাবিকভাবেই LED monitor, LCD monitor এর চেয়ে কম গরম হয়।
স্থায়িত্বকাল যদি হিসেব করি তাহলেও এগিয়ে আছে এলইডি। একটি LCD montior ৬০,০০০ ঘন্টা চলতে পারবে যেখানে LED monitor ১০০,০০০ ঘন্টা ।
যদি আমরা ভিউয়িং এংগেল এর কথা ভাবি সে ক্ষেত্রেও এলইডি বেস্ট সার্ভিস দেয়। সব মিলয়ে এলসিডি আর এলআরডি তে অনেক পার্থক্য রয়েছে। বাজারে এই মুহুর্তে এলইডি মনিটরই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
যদি পরিবেশ এর কথা চিন্তা করি সেক্ষেত্রেও এগিয়ে থাকবে এলইডি । কারণ এলসিডি মনিটরে পারদ থাকে যা নষ্ট হওয়ার পর পরিবেশের ক্ষতি করতে পারে তবে এলইডিতে পারদ ব্যবহার করা হয় না বলে এটি পরিবেশবান্ধব।
এলসিডি মনিটর ও এলইডি মনিটরের দামের পার্থক্য:
দাম সব সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়! প্রায় সকলের জন্যই দাম একটা বিরাট ফ্যাক্ট। তবে স্বস্তির ব্যাপার হলো, এলসিডি ও এলইডি মনিটরের ক্ষেত্রে দামের পার্থক্য খুব বেশি প্রকট নয়। তুলনামূলক ভাবে এলইডি মনিটরের দাম বর্তমানে এলসিডি মনিটরের তুলনায় বেশি। কিন্তু সবকিছু মিলিয়ে দেখলে কী LED ই বেশি ভালো হয়! আর পাওয়ার কনসাম্পশন হিসেব করলে তা পুষিয়েও যায়। সবচেয়ে বড় কথা, ভালো জিনিসের দাম তো বেশি হবেই!